নীলফামারীতে সড়ক পরিবহণ মালিক গ্রম্নপের পাঁচ নেতাকে অব্যাহতি

প্রকাশ | ১১ মার্চ ২০২৫, ০০:০০

স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে জেলা সড়ক পরিবহণ মালিক গ্রম্নপের পাঁচ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় এই সিদ্ধান্ত নেয় সংগঠনটি। অব্যাহতি পাওয়া পাঁচজনের মধ্যে রয়েছেন সংগঠনের সহ-সভাপতি মোফাখখারুল ইসলাম সংগী, সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফাহমিদ ফয়সাল কমেট, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম মিঠুন ও সড়ক সম্পাদক-১ রাশেদুজ্জামান মিল্টন। গত ২৫ ফেব্রম্নয়ারী সড়ক পরিবহন মালিক গ্রম্নপের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি আরেফ রব্বানী মানিক। সংগঠন সুত্র জানায়, গেল বছরের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ জানুয়ারী পর্যন্ত সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় কারণ দর্শানো নোটিশ দেওয়া হলেও তারা নোটিশের জবাব কিংবা কার্যালয়ে উপস্থিত হননি। যার কারণে সাধারণ সভায় সংগঠনের ১৩(ড) ধারা মোতাবেক পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়।