ইসলামপুরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন ভাতা উত্তোলন!
প্রকাশ | ১১ মার্চ ২০২৫, ০০:০০
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রেজ্জাকের বিরুদ্ধে গত ১৫ বছর দলীয় প্রভাব খাটিয়ে, অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, অবৈধভাবে কমিটি গঠন ও বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন ভাতা উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের শিক্ষক ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তায় বরাদ্দকৃত ৫ লাখ টাকা আত্মসাৎ, শিক্ষকরা কোন প্রকার টিউশন ফি টাকা না পাওয়া, প্রধান শিক্ষকের আত্মীয়-স্বজন দিয়ে অবৈধভাবে কমিটি বোর্ড থেকে জালিয়াতি করে কমিটির অনুমোদন নেয়।
জাল সনদ ও ভুয়া নিবন্ধন দিয়ে আত্মীয়-স্বজন ও অন্যান শিক্ষকদের নিয়োগ, বিদ্যালয়ের হাজিরা খাতাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র, সরকারি ল্যাপটপ, প্রজেক্টর, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ মালামাল বাসায় নিয়ে যাওয়াসহ নানা অভিযোগ তার বিরুদ্ধে।
এ বিষয়ে বিভিন্ন দপ্তরে স্থানীয় জহুরুল হক স্বাক্ষরিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে কার্যকরী কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে ইউএনও তৌহিদুর রহমান জানান, অভিযোগটি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
জানতে গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।