খুবিতে শহীদ মীর মুগ্ধ তোরণ উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশ | ১১ মার্চ ২০২৫, ০০:০০

খুলনা প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক 'শহীদ মীর মুগ্ধ' তোরণ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। গত রোববার তিনি উদ্বোধন করেন। পরে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন যশোর বিজ্ঞাপন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল মজিদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক হারুনর রশীদ, ট্রেজারার অধ্যাপক মো. নূরুন্নবী এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এদিকে বিকেল ৩ টায় গলস্নামারী মৎস্যবীজ উৎপাদান খামারে খুলনা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে ডেইরি খামারিদের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। খুলনা প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. নুরুলস্নাহ মো. আহসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শরিফুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্থী ও এলডিপি প্রকল্পের উপ-পরিচালক ড. হিরন্ময় বিশ্বাস।