চট্টগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ | ১১ মার্চ ২০২৫, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ৪৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত ১টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করেন। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৪৬ জনকে গ্রেপ্তার করা রয়েছে।