বহিস্কৃত যুবদল নেতা ষড়যন্ত্রের শিকার দাবি করে সংবাদ সম্মেলন
প্রকাশ | ১১ মার্চ ২০২৫, ০০:০০
নরসিংদী প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে বহিস্কার হওয়া নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমন ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন নরসিংদীর সাবেক ছাত্রদল নেতারা। রোববার নরসিংদী জেলা বিএনপির চিনিশপুরস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন জেলায় প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দায়িত্বরত থাকা ছাত্রদল নেতারা।
এতে লিখিত বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও সাবেক ছাত্র নেতা একেএম গোলাম কবির কামাল বলেন, নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমন একজন পরিক্ষিত সাবেক ছাত্র নেতা। ছাত্রদল, যুবদল, জেলা বিএনপির গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করা স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে পরিচিত। সম্প্রতি স্টেশন মাস্টার এটিএম মুছাসহ আওয়ামী লীগের দোসরদের সঙ্গে পরিকল্পিতভাবে সুমনকে হেয় প্রতিপন্ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলশ্রম্নতিতেই তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করার ফলে কেন্দ্রীয়ভাবে তাকে যুবদলের শহরের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। সুমনের দলীয় পদ ফিরিয়ে দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে।