সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১১ মার্চ ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
ফি কমানোর আশ্বাস ম রাজশাহী অফিস রাজশাহী কলেজে অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের অতিরিক্ত ফি নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ করা শিক্ষার্থীদের দাবির মুখে ফি কমানোর আশ্বাস দিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী। বৃহস্পতিবার কলেজ প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, রাজশাহী কলেজ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় অতিরিক্ত ফি আদায় করছে। দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, তাই তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হলে অধ্যক্ষ অধ্যাপক যহুর আলী শিক্ষার্থীদের প্রতিনিধি দল নিয়ে আলোচনা করার প্রস্তাব দেন। তবে শিক্ষার্থীরা সবার উপস্থিতিতে আলোচনা চান। পরবর্তী সময়ে অধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনায় বসেন। আলোচনায় ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান মাসুম, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। দিবস পালিত ম স্টাফ রিপোর্টার, নীলফামারী পাট প্রকৃতির অমূল্য দান, মাটি, পরিবেশ ও অর্থনীতিতে তার অফুরান অবদান, এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নীলফামারীতে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনার সভার আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি চন্দ্র বিকাশ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) এবিএম সাইফুল ইসলাম, ক্রিয়েটিভ ফ্যাসানের উদ্যোক্তা কুলসুম বেগম, জলঢাকার কৃষক ফেরদৌস ইসলাম প্রমুখ। সভায়, জেলার ছয় উপজেলার পাট চাষি, ব্যবসায়ি, উদ্যোক্তা ও মিল মালিকরা উপস্থিত ছিলেন। কৃষক ফেরদৌস ইসলাম বলেন, কৃষি বিভাগ থেকে যে বীজ সার দেওয়া হয়, তা অসময় কৃষকের হাতে দেওয়া হয়। তা মোটেই কৃষকের কাজে আসে না। সঠিক সময় প্রণোদনাসহ সকল প্রকার বীজ সার সময়মত দেওয়ার অনুরোধ করেন তিনি। মালামাল লুট ম পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকায় বুধবার গভীর রাতে ৩ ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। ৭-৮ জনের একটি ডাকাত দল মাহাবুব চেয়ারম্যানের বাড়ি এলাকায় সামশুল আলমসহ তিন বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার পটিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়, রাত প্রায় দেড়টার সময় ভাটিখাইন করল এলাকার সামশুল আলমের পুত্র ওবায়দুল আলম শহীদ, পাশ্ববর্তী শ্রীমাই খালের বেঁড়িবাঁধের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় ২-৩ জন ডাকাত তাকে অস্ত্র ঠেকিয়ে গতিরোধ করলে তিনি ডাকাত বলে চিৎকার দেন। এতে তাকে মারধর করে অস্ত্র ঠেকিয়ে অবরুদ্ধ করে রাখে। এসময় ডাকাতরা তার ঘর থেকে নগদ ৫ হাজার টাকাসহ পস্নাষ্টিকের ব্যাংক ভেঙে প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়। তার স্ত্রীর কানের দুল ও একটি মোবাইল সেট লুট করে। প্রতিবেশী আবু তাহের এর ঘরে ঢুকে নগদ ৩০ হাজার টাকা, ২টি মোবাইল সেট, এটিএম কার্ডসহ প্রায় ৭০ হাজার টাকার মালমাল লুট করে নিয়ে যায়। সামশুল আলমের ঘরে ঢুকে সামশুল আলমের স্ত্রীর কানের দুল ও নগদ ৫ হাজার টাকাসহ একটি মোবাইল সেট নিয়ে যায়। দাদা গ্রেপ্তার ম নকলা (শেরপুর) প্রতিনিধি শেরপুরের নকলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চান মিয়া ওরেফ লছা মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত আবেদ আলীর ছেলে। গত শনিবার বিকেলে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভিকটিম ও অভিযুক্ত চান মিয়া প্রতিবেশী দাদা-নাতনি সম্পর্ক। স্থানীয়সূত্র ও পুলিশ জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে চান মিয়া শিশু প্রতিবেশী নাতনীকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এদিকে শিশুটির মা ক্ষেতে গিয়ে দেখেন চান মিয়া শিশুটিকে ফেলে দৌড়ে পালাচ্ছেন। শিশুটির মা বাবা নকলা থানায় এসে লিখিত অভিযোগ করলে রাতেই চান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার সকালে তাকে আদালতে নেওয়া হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গাছ লুট ম রাঙ্গুনিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি রাঙ্গুনিয়ায় বনকর্মীদের অস্ত্রের মুখে সাড়ে পাঁচ ঘন্টা জিম্মি করে প্রায় শতবর্ষী ২৪টি সেগুন গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকার উপরে। গত বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর এলাকা সংলগ্ন কোদালা বিটে এ ঘটনা ঘটে। কোদালা বিট কর্মকর্তা খোন্দকার মাহবুব জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে টহল শেষে চন্দ্রঘোনা এভিয়ারী পার্কের সামনে ছয়জন বনকর্মী নিয়ে অবস্থান করছিলেন তিনি। এসময় হঠাৎ দুই রাউন্ড গুলির শব্দ শুনে সবাইকে নিয়ে পার্কের ভেতরে প্রবেশ করেন তিনি। সাথে সাথেই ৪০-৫০ জন মুখোশধারী দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র হাতে পার্ক ঘিরে ফেলে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন কেড়ে নিয়ে বন্ধ করে দেয়। এসময় ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতংক ছড়িয়ে দেয়। এরপর বিট সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে প্রায় ২৪টি সেগুন গাছ কেটে নিয়ে যায়। রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কয়েকটি গ্রম্নপে বিভক্ত হয়ে তারা অত্যাধুনিক কাটার দিয়ে গাছগুলো কাটে। এরপর তাদের সাথে আনা গাড়িতে করে এসব নিয়ে যায়। দুর্বৃত্তরা বনকর্মীদের গায়েও হাত তোলে বলে অভিযোগ করেন তিনি। রাঙ্গুনিয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, দেশের পট পরিবর্তনের পর থেকে ইতিপূর্বে একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। গাছগুলো ১৯৫২ সালে লাগানো প্রায় শতবর্ষী গাছ। এই ধরনের পুরাতন গাছ খুবই বিরল এবং দেশের জন্য মূল্যবান সম্পদ। এভাবে চলতে থাকলে এই সম্পদ রক্ষা করা কঠিন হয়ে যাবে। তার উপর বনকর্মীরাও আতংকিত। এ ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এছাড়া একটি বন আদালতে মামলার প্রস্তুতি চলছে। রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার জানান, এ বিষয়ে জিডি নেওয়া হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করাসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ইফতার মাহফিল ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি বাস মালিক ও শ্রমিকদের নানা প্রতিবন্ধকতার কারণে খুলনার (পাইকগাছা - ঢাকা) রুটে পরিবহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন পরিবহন কতৃপক্ষ। প্রতিবন্ধকতা নিরসনে বৃহস্পতিবার বিকালে পরিবহন স্ট্যান্ড কমিটি স্থানীয় সুধীজনদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল এর আয়োজন করে পরিবহন স্ট্যান্ড কমিটি। স্ট্যান্ড কমিটির সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাবেক পৌর আহবায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্তফা মোড়ল, জামায়াতে ইসলামীর পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদের রহমান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর জামায়াতের সিনিয়র নায়েবে আমীর আব্দুলস্নাহ আল মামুন, সাবেক কাউন্সিলর গাজী আব্দুস সালাম, মিরাজুল ইসলাম মিরাজ, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার, ব্যবসায়ী জালাল উদ্দীন, মাওলানা আশরাফুল আলম, আব্দুল কাদির, আব্দুল হান্নান ওমর, শামসুদ্দিন, শহিদুর রহমান, মোশাররফ হোসেন, আল শাহরিয়ার, রাব্বু ইসলাম দিপু, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দিন রাজা, আসাদুল ইসলাম, শাহরিয়ার কবির, জামায়াত নেতা মুজাহিদুল ইসলাম, পরিবহন স্ট্যান্ড কমিটির সাধারণ সম্পাদক আবু সাদ দুখ, শাহজাহান কবির, মিল্টন ও আজিজুর রহমান লাভলু। প্রতিরোধ সভা ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়ায় নকল-মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রতিরোধে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে গত বুধবার রাতে শহরস্থ লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতালের হলরুমে এ সভাটি অনুষ্ঠিত হয়। সমিতির সিনিয়র সহ-সভাপতি সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য সজলের সভাপতিত্বে জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার ওষুধ তত্ত্বাবধায়ক মেহেদী হাসান। বক্তব্যকালে প্রধান অতিথি নকল-মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। সমিতির সহ-সভাপতি শেলুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, ফার্মেসি ব্যবসায়ী মোশাররফ হোসেন শামীম, আতিকুর রহমান আনু, প্রদীপ বাবু, বাদশা মিয়া, আসাদ চৌধুরী। বিএনপির দোয়া ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সাবেক এমপি আকবর আলীর বাসভবনে এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি আকবর আলী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, আব্দুস ছালামসহ যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। মিছিল ও অবরোধ ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলায় পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশ গ্রহণে রোববার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হামলায় জড়িত জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলার চৌরাস্তায় ঘন্টাব্যাপী অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে। ঘন্টাব্যাপী চলা অবরোধ কর্মসূচির ফলে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক ও পূর্বধলা-নেত্রকোনা সড়কের চার পাশে যানবাহান আটকে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে আন্দোলন স্থগিত করার আহবান জানান। শেষে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলমসহ নেতৃবৃন্দদের নিয়ে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত ককরা হয়। সংবাদ সম্মেলন ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জে প্রভাবশালী কর্তৃক অসহায় কৃষকের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার শিবগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বিহার ইউনিয়নের সচিয়ানী গ্রামের মৃতঃ জামির উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৪২)। লিখিত বক্তব্যে তিনি বলেন, একই এলাকার প্রভাবশালী আজাহার আলী খন্দকারের ছেলে মতিন খন্দকার (৫০)সহ ১০-১২ জনের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিরোধ চলছে। তারা জোরপূর্বক ফসলি জমির মধ্যে দিয়ে গভীর নলকূপ স্থাপন ও তার উপর দিয়ে ড্রেন নির্মাণ করে। একপর্যায়ে তারা সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের পায়তারা করলে বাঁধা দেন। তারা ক্ষিপ্ত হয়ে তাকে ও তার ছেলে ফিরোজকে মারপিট করে। বিষয়টি নিয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। প্রশাসন সরেজমিনে তদন্তে গিয়ে নলকূপের সেচ প্রকল্পের রাস্তা বাবদ ড্রেনসহ ৬ফিট রাস্তা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু তারা না মেনে ড্রেনসহ ১৫ফিট রাস্তা নেওয়ার অপচেষ্টা করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফজিলা বিবি, আকলিমা, হাবিল প্রমুখ। আমগাছ কর্তন ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর সাপাহারের রোদগ্রাম মৌজায় ৫৮০টি বারি-৪ আমগাছ ও প্রায় ১ হাজার ৪০০টি মিষ্টি কুমড়াগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটায়। জমির মালিক সাখোয়াত হোসাইন জানান, রোদগ্রাম মৌজার ১.৮৪ একর জমি দলিল ও ওয়ারিশানসূত্রে পেয়ে তার মা পোরশা উপজেলার পুরইল গ্রামের মৃত আব্দুর রশিদ শাহ্‌র স্ত্রী ফাতেমা খাতুন, তার বড় ভাই হাসান শাহ্‌ ও তিনি নিজে ভোগ দখল এবং চাষাবাদ করে আসছিলেন। কয়েকমাস পূর্বে তারা ওই জমিতে ৫৮০টি বারি-৪ আমগাছ এবং প্রায় ১ হাজার ৪০০টি মিষ্টি কুমড়াগাছ রোপণ করেন। কিন্তু ৩০ থেকে ৩৫ জনের একটি দুর্বৃত্তের দল শুক্রবার রাতে সব গাছ উপড়ে ফেলে। এতে তার প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এবিষয়ে তিনি পোরশা বাঁশবাড়ি গ্রামের মৃত বশিরুল হক শাহ্‌র এর ছেলে মোজাম্মেল হক শাহ্‌ তার ছেলে শিব্বির আহম্মেদ শাহ্‌, রোদগ্রাম ও কোঁচপুর গ্রামের আরও ৮জনের নাম উলেস্নখ করে অজ্ঞাতনামা ৩০-৩৫জনের বিরুদ্ধে সাপাহার থানায় অভিযোগ করেছেন বলে জানান। সাপাহার থানার ওসি আব্দুল মালেক জানান, এব্যাপারে তারা একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন।