রাতের ট্রেন সকালে, সন্ধ্যারটা ভোরে

প্রকাশ | ১৭ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার (নীলফামারী) ঈদের পর থেকে ঢাকা-চিলাহাটি রেলপথে চলাচলকারী আন্তঃনগর ট্রেন 'নীলসাগর এক্সপ্রেসের' সিডিউল বিপর্যয় ঘটেছে। রাতের ট্রেন সকালে এবং সন্ধ্যার ট্রেন ভোরে যাতায়াত করছে। এতে রেলপথে চলাচলকারী যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। চিলাহাটি স্টেশন সূত্রে জানা যায়, শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস সন্ধ্যা ৬টায় চিলাহাটিতে পৌঁছার সময় থাকলেও তা নির্দিষ্ট সময়ের ১০ ঘণ্টা পর রোববার ভোর ৬টায় পৌঁছে। ফলে ওই ট্রেনের চিলাহাটি, ডোমার, নীলফামারী ও সৈয়দপুর স্টেশনে শনিবার রাত সাড়ে ১০টার ঢাকাগামী যাত্রীরা পরদিন সকাল পর্যন্ত অপেক্ষায় বসে থাকেন। দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা পস্নাটফর্মে অথবা আবাসিক হোটেলে রাত্রীযাপন করেন। নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম রতন জানান, শনিবার রাত ১০টায় নীলফামারী স্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য নির্ধারিত সময় থাকলেও ট্রেনটি ১০ ঘণ্টা বিলম্বে রোববার সকাল ৮-২৫ মিনিটে এই স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ব্যাপারে রেলের পশ্চিমাঞ্চলের চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার অসীম কুমার তালুকদার বলেন, ঢাকা-চিলাহাটি রেলপথের অনেক রেলস্টেশন বন্ধ হয়ে যাওয়ায় দুটি ট্রেনের ক্রসিং দিতে বিলম্ব হচ্ছে ট্রেনের সূচি। এ ছাড়া রেলপথের এই রুটে নীলসাগর ট্রেন একজোড়া থাকলে হয়ত এ সমস্যা হতো না।