চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সাঁড়াশি অভিযান

প্রকাশ | ১৯ জুন ২০১৯, ০০:০০

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়ার ইসলামনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান -যাযাদি
কক্সবাজারের চকরিয়া উপজেলার ইসলামনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের নেতৃত্বে মঙ্গলবার বেলা ১১টায় এই অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি)'র মালিকানাধীন এসব জায়গা থেকে স্কেভেটর দিয়ে দুটি আধাপাকা বাড়ি ও একটি দোকান উচ্ছেদ করা হয়। উদ্ধার করা হয় প্রায় ৯০ শতক জমি। এসব জমি ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চবিদ্যালয়ের অনুকূলে হস্তান্তর করা হয়েছে। খোন্দকার ইখতিয়ার সাংবাদিকদের জানান, ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চবিদ্যালয়ের আওতাভুক্ত প্রায় ৯০ শতক জমির ওপর কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল। উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদপূর্বক দখলদারদের উচ্ছেদ করতে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে মামলা করা হয়। জেলা প্রশাসক এ বিষয়টি আমলে নিয়ে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদপূর্বক ৯০ শতক জমি অবৈধ দখলদার থেকে হাত থেকে উদ্ধার করে শহীদ হোছাইন চৌধুরী উচ্চবিদ্যালয়ের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়। এই প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্ব্বে উচ্ছেদ অভিযানে অংশ নেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান, চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল হাসান, থানার অপারেশন কর্মকর্তা এসআই রুহুল আমিন প্রমুখ।