বারহাট্টায় সেই ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রকাশ | ১৯ জুন ২০১৯, ০০:০০

নেত্রকোনা প্রতিনিধি
জেলার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, চাঁদা দাবী এবং সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার আদালতে হাজিরা দিতে গেলে জামিন না মঞ্জুর করা হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযোগে জানা গেছে, নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম গত ২ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার মোহনগঞ্জ- নেত্রকোনা সড়কে বারহাট্টার বড়ি এলাকায় রাস্তা সংস্কার কাজ তদারকি করতে যান। এ সময় বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন কয়েকজন লোক নিয়ে ওই স্থানে যান এবং রাস্তার সংস্কার কাজ নিম্নমানের হচ্ছে বলে কাজ বন্ধ রাখার জন্য প্রকৌশলীকে বলেন। তারা ওই সময় প্রকৌশলী মো. শাকিরুল ইসলামের সাথে তর্কে জড়িয়ে যান এবং উপর্যুপরি কিল, ঘুষি, লাথি মেরে রাস্তার পাশে ফেলে দেন। প্রকৌশলীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে রক্ষা করে। এ ঘটনায় পরদিন শুক্রবার রাতে প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনের নাম উলেস্নখ ও অজ্ঞাত ৫-৬জনের বিরুদ্ধে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন সোমবার উচ্চ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত তাকে চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার ওই মামলায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।