নবীনগরে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার হয়নি কেউ

প্রকাশ | ১৯ জুন ২০১৯, ০০:০০

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ছাত্রীদের যৌন নিপীড়ন মামলার প্রায় ১১ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযোগ উঠেছে, দুই শিক্ষককে বাঁচাতে স্থানীয় প্রভাবশালীরা প্রতিষ্ঠানের সুনাম রক্ষার দোহাই দিয়ে তাদের শুধুই পদত্যাগ করিয়েই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, ঘটনাটিকে ধামাচাপা দিতে ওই দুই শিক্ষক ইতোমধ্যে ম্যানেজিং কমিটিসহ স্থানীয় প্রভাবশালী নেতাদের ম্যানেজ করেছেন। এরই ধারবাহিকতায় ম্যানেজিং কমিটি গত ১৪ জুন স্কুল মিলনায়তনে স্থানীদের নিয়ে একটি পরামর্শ সভা আহ্বান করে। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ এবাদুল করিম বুলবুল। সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুর রহমান সোহেল। এ ব্যাপারে কমিটির সভাপতি বলেন, 'অভিযুক্ত দুইজনই অপরাধ মাথায় নিয়ে তারা পদত্যাগ করেছেন। আইনি প্রক্রিয়াও চলমান, আপনারা বিবেকবান মানুষ, তারাও মানুষ। আমি অনুরোধ করব, সোস্যাল, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় বিষয়টি নিয়ে যেন আর লেখালেখি না হয়।' এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ রনোজিত রায় বলেন, 'ওই দুই অভিযুক্ত শিক্ষকদের গ্রেপ্তারের সব প্রক্রিয়া চলমান রয়েছে, দেশের বিভিন্ন স্থানে তাদের খুঁজতে গোয়েন্দা লাগানো হয়েছে। আশা করছি, দ্রম্নত গ্রেপ্তার করা যাবে।' এ বিষয়ে সংসদ সদস্য এবাদুল করিম বলেন, 'আইন কি বলবে, আমি জানি না। আমার কাছে যৌন নিপীড়নের ঘটনাটি সত্য প্রমাণিত হয়েছে। অভিযুক্তদের বাঁচাতে ক্ষমতাসীন দলের একটি মহল মরিয়া; বিষয়টি সঠিক নয়, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।'