জিও ব্যাগ দিয়ে দৌলতদিয়ায় ভাঙন প্রতিরোধের চেষ্টা

প্রকাশ | ২০ জুন ২০১৯, ০০:০০

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
রাজবাড়ী দৌলতদিয়াঘাট ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ তৈরি করছেন শ্রমিকরা -যাযাদি
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটকে ভাঙন থেকে রক্ষায় বালুভর্তি জিও ব্যাগ স্থাপন করছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর আগে একই কাজ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিস্নউটিএ)। সম্প্রতি কয়েক দিনের ভারি বৃষ্টি ও নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়ার ছয়টির মধ্যে তিনটি ঘাটের কিছু স্থান ধ্বসে যায়। ধ্বসে যাওয়া স্থান মেরামত ও ভাঙ্গন প্রতরোধে এ কর্যক্রম চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরেজমিন দেখা যায়, দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটের কাছে রাজবাড়ী পাউবো ২৮০ কেজি ওজনের বালুভর্তি জিও ব্যাগ ফেলছে। তার আগে ৫ নম্বর ঘাটের কাছে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়। শ্রমিকেরা ট্রলাওে আনা বালু জিও ব্যাগে ভরে প্রস্তুত করছেন। শ্রমিক আলম শেখ, সিরাজুল ইসলামসহ কয়েকজন জানান, আমরা ট্রলারে আনা বালু এখানে জিও ব্যাগে ভরে প্রস্তুত করছি। এ জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান আমাদেরকে দৈনিক ৫শ টাকা করে মুজুরী দেয়। তারা জানান, রাজবাড়ীর ধাওয়াপাড়া হতে উন্নতমানের মোটা বালু দিয়ে ২৮০ কেজির প্রতিটি জিও ব্যাগ ভরা হচ্ছে। ঘাটের ভাঙন প্রতিরোধে এটা খুব কাজে লাগবে। বিআইডবিস্নউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়ার ছয়টির মধ্যে ৪ ও ৫ নম্বর ফেরিঘাট বর্ষায় ভাঙ্গন ঝুঁকিতে থাকে। সম্প্রতি ভারি বৃষ্টিতে ও পদ্মায় পানি বৃদ্ধিকালে ৪ ও ৫ নম্বর ঘাটের কাছে কিছু স্থান দেবে যায়। সে সব স্থানে ভাঙ্গন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলার জন্য বিআইডবিস্নউটিএকে জানানো হয়। বর্ষার পানি বাড়তে থাকলে এবং ভাঙন দেখা দিলে ৪ ও ৫ নম্বর ঘাটটি অধিক ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।