নির্বাচনের তফসিল ঘোষণায় সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ

প্রকাশ | ২০ জুন ২০১৯, ০০:০০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে কাঞ্চন পৌরসভা নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এর মধ্যে সম্ভাব্য প্রার্থীরা প্রচারণা শুরু করেছে। তফসিল ঘোষণার পর কাঞ্চন পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আবুল বাশার বাদশা, কাঞ্চন পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক মেয়র মজিবুর রহমান, আমিরুল ইসলাম ইমন পৌরসভার বিভিন্ন এলাকায় উঠান বৈঠকসহ বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন। পিছিয়ে নেই সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থীরাও তারাও বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচারণা চালাচ্ছে। সম্ভাব্য মেয়র প্রার্থী রফিকুল আলম রফিক বলেন, 'আমি মেয়র নির্বাচিত হলে কাঞ্চন পৌরসভাকে উন্নয়নের রোল মডেল করবো।' সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থী ফেরদৌসী আক্তার বলেন, 'আমি নির্বাচিত হলে কাঞ্চন পৌরসভার মাদক নির্মূল, বাল্যবিয়ে বন্ধসহ বিভিন্ন সামাজিক অসঙ্গতি বিরুদ্ধে করে কাজ করবো।' উলেস্নখ্য, কাঞ্চন পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩৫ হাজার ৬৭৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১৮৫ জন আর আর মহিলা ভোটার ১৭ হাজার ৫শ' জন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান জানান, কাঞ্চন পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ৩০ জুন। মনোনয়নপত্র যাচাইবাছাই ২ জুলাই, প্রত্যাহার ৯ জুলাই। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষে নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।