টঙ্গীতে বিনামূল্যে ঘর নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশ | ২১ জুন ২০১৯, ০০:০০

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গীতে গোল্ডেন ড্রিমস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ১৭ মার্চ ২০২০ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, এতিম, বিধবা ও সুবিধাবঞ্চিত গৃহহীনদের জন্য বিনামূল্যে ১০০টি গৃহ নির্মাণ ও হস্তান্তর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ৬৭তম গৃহটি গাজীপুর সিটি করপোরেশনের ৫৩নং ওয়ার্ড বড় দেওড়া গ্রামের মৃত্তিবাড়ী রোড এলাকায় এক অসহায় পরিবারের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান গত বুধবার গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা শফিকুল ইসলাম সুমনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। গরিব, অসহায় ও বিধবা পরিবারের মাঝে ঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: সোলায়মান হায়দার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া শারমিন, টঙ্গী ভেন্ডার সমিতির সভাপতি নূরুল ইসলাম ভেন্ডার, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুলস্নাহ ইকবাল প্রমুখ। উলেস্নখ্য, টঙ্গী থানা যুবলীগের উদ্যোগে গোল্ডেন ড্রিমস্‌ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ২০২০ উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা, বিধবা, এতিম ও সুবিধাবঞ্চিতদের মধ্যে বিনামূল্যে ১০০টি গৃহনির্মাণ এবং হস্তান্তর প্রকল্পের ৬৬টি ঘর হস্তান্তর করা হয়েছে। ৬৭তম গৃহ হস্তান্তর কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।