বালু উত্তোলন করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ | ২১ জুন ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের এলেঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার এলেঙ্গা পৌরসভার পৌলী নদীতে এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান ও মো. আল মামুন। অভিযানকালে ডিএনকো কোম্পানির ৩ কর্মকর্তাকে আটক এবং পাঁচটি ড্রাম ট্রাক ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয় এবং একটি বেকু ধংস করা হয়। পরে সেখানে আদালত বসিয়ে এলেঙ্গা কন্সট্রাকশনকে পাঁচ লাখ ও ডিএনকো কোম্পানিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।