মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দু'গ্রম্নপের সংঘর্ষে আহত ১২

প্রকাশ | ২৩ জুন ২০১৯, ০০:০০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের মিরকাদিমে বর্তমান পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহম্মেদ কালাম সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মিরকাদিম পৌর এলাকার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তার সমর্থকদের নিয়ে পূর্বপাড়া এলাকায় শাহজাহানের মেয়ের জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে কালাম সমর্থক ও মেয়র শাহীন সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কালাম সমর্থকদের মধ্যে ১নং ওয়ার্ড কাউন্সিলর জলিল, ঝলক, রতন, আলমগীর, জাহাঙ্গীর, বদু, রিপনসহ ৭ জন আহত হন। অন্যদিকে মেয়র সমর্থকদের মধ্যে, ঝিলস্নু, আল আমিন, শাহজাহানসহ ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ বেসরকারি বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহম্মেদ কালাম বলেন, জানাজার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মেয়রের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এ সময় তারা আমার ৭ জন কর্মী সমর্থককে পিটিয়ে আহত করে। ঘটনার বিষয়ে জানতে চাইলে মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন বলেন, আমাদের কোনো লোক তাদের ওপর হামলা করেনি। পূর্বপাড়া এলাকায় কারা সংঘর্ষ করেছিল তাও আমার জানা নেই। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।