ঢাকা-সিলেট মহাসড়কে রেলপথই ভরসা যাত্রীদের

প্রকাশ | ২৩ জুন ২০১৯, ০০:০০

হবিগঞ্জ প্রতিনিধি
মাধবপুরের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কে শাহবাজপুর সেতু ভেঙে গিয়ে যানচলাচল বন্ধ থাকায় রেল যোগাযোগই একমাত্র ভরসা যাত্রীদের। শায়েস্তাগঞ্জ রেল জংশনে অতিরিক্ত যাত্রী আসায় ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। গন্তব্যস্থলে যেতে জীবনের ঝুঁকি নিচ্ছেন অনেক যাত্রী। শুক্রবার সন্ধ্যা ৬টায় রেলস্টেশনে গিয়ে দেখা যায়, অন্তত ২ হাজার যাত্রী ট্রেনের জন্য অপেক্ষমাণ। ঢাকাগামী পারাবত ট্রেন এলে যাত্রীরা কে কার আগে উঠবেন এ নিয়ে শুরু হয় হুলস্থূল। কয়েকজনকে পা পিছলে পড়ে যেতেও দেখা যায়। কিছু যাত্রী ওঠার পর ট্রেনের দরজা বন্ধ করে দিলে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। যারা ট্রেনে উঠতে পেরেছেন এদের প্রায় সবাই স্ট্যান্ডিং টিকেটধারী। অনেক যাত্রীই উঠেছেন টিকেট ছাড়া। টিকেট না থাকাকে কেন্দ্র করে ট্রেনে কর্তব্যরতদের সঙ্গে যাত্রীদের বাগবিতন্ডার ঘটনাও ঘটে। শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের সহকারী মাস্টার গৌরপ্রসাদ দাশ জানান, শুক্রবার সারাদিনে সিলেট থেকে ঢাকাগামী ট্রেন ছিল ৪টি। সব ট্রেন মিলিয়ে ওই স্টেশন থেকে টিকেট বরাদ্দ রয়েছে মাত্র ১৯০টি। অথচ সারাদিনে যাত্রী উঠেছেন কমপক্ষে ২ হাজার। যাদের অধিকাংশই যাচ্ছেন স্ট্যান্ডিং টিকেট নিয়ে। অনেকেই আবার টিকেট ছাড়াও যাচ্ছেন। অতিরিক্ত যাত্রীর কারণে স্টেশনজুড়ে সারাদিন দুর্ভোগ লেগে থাকে। এই অবস্থার মোকাবেলা করতে রেল কর্তৃপক্ষ পুরোদমে হিমশিম খাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন জানান, মঙ্গলবার (২০ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতুর স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করতে জরুরিভাবে কাজ করা হচ্ছে।