নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশ | ২৩ জুন ২০১৯, ০০:০০

নেত্রকোনা প্রতিনিধি
প্রস্তাবিত জাতীয় বাজেটে শিক্ষা খাতে মোট বাজেটের ২০ ভাগ বরাদ্দ করার দাবিতে শুক্রবার নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সকাল ১০টায় সাতপাই কালিবাড়ী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মিঠুন শর্মা, সাধারণ সম্পাদক পার্থ প্রতিম সরকার, তাজিম রহমান রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২০ ভাগ বরাদ্দসহ জিডিপিতে ছয় ভাগ বরাদ্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির জোর দাবি জানান।