ময়মনসিংহে গণশুনানিতে সচিব

৩ লাখ চালককে উন্নত প্রশিক্ষণ দেয়া হবে

প্রকাশ | ২৩ জুন ২০১৯, ০০:০০

ময়মনসিংহ প্রতিনিধি
সুপ্রশস্ত সড়ক নির্মাণের পাশাপাশি নিরাপদ সড়ক যাত্রা নিশ্চিত করতে ৩ লাখ বাস-ট্রাকর চালককে সরকারিভাবে উন্নতর প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ চালক হিসেবে গড়ে তোলার প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. নজরুল ইসলাম। সম্পূর্ণ সরকারি খরচে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে প্রশিক্ষিত চালকদের লাইসেন্স ও চালক হিসেবে কর্মসংস্থানে সহযোগিতা করা হবে। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের জাতীয় মহাসড়কগুলোকে চারলেনে উন্নীত করা হচ্ছে। সরকারের সব বিভাগে বর্তমান সরকার সব ধরনের দুর্নীতিকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যে কোনো অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে মোকাবেলা করা হবে। শনিবার সড়ক ও জনপথ অধিদপ্তর ময়মনসিংহ জোন (ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার সড়ক বিভাগ), বিআরটিএ এবং বিআরটিসি ময়মনসিংহ ডিপো'র কার্যক্রম সম্পর্কে এক গণশুনানি অনুষ্ঠানে সচিব এ সব কথা বলেন। দুপুরে ময়মনসিংহের গোহাইলকান্দিতে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) অডিটরিয়ামে সচিব মো. নজরুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠিত গণশুনানিতে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার লোকজন অংশ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. বেলায়েত হোসেন, অতিরিক্ত সচিব এহসান আলী, সওজ'র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল আলম, সওজ ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আতাউর রহমান প্রমুখ।