রাজনগরে লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ২৪ জুন ২০১৯, ০০:০০ | আপডেট: ২৪ জুন ২০১৯, ১২:৪৭

রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের রাজনগরে গত দুই মাসে লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যায় বিদু্যতের লোডশেডিংয়ের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। গভীর রাতে লোডশেডিংয়ের কারণে অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন রাজনগরবাসী। দিনের বেলায় অন্তত ২/৩ বার বিদু্যৎ যাওয়া-আসা করে। এতে ভোগান্তিতে পড়েছেন রাজনগরের সাধারণ মানুষ। এই ভোগান্তি থেকে রেহাই পেতে রোববার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে সচেতেন নাগরিক সমাজ। সচেতন নাগরিক সমাজের সভাপতি আহমদউর রহমান ইমরানের সভাপতিত্বে ও সহসভাপতি মামুনুর রশীদ বকসের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, দলিল লেখক মাসুকুর রহমান, মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সুগ্রীম গৌড় প্রমুখ। , হাফেজ কারি মাওলানা তোয়াবুর রহমান, সচেতন নাগরিক সমাজের সহ-সভাপতি শাহেদ আহমদ প্রমুখ।