পাবলিক সার্ভিস দিবস পালিত

প্রকাশ | ২৪ জুন ২০১৯, ০০:০০ | আপডেট: ২৪ জুন ২০১৯, ১২:৪৭

স্বদেশ ডেস্ক
নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দেশের বিভিন্ন স্থানের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর : ব্রাহ্মণবাড়িয়া : জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. শাহআলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির প্রমুখ। পঞ্চগড় : ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহেতেশাম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন। নীলফামারী : জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আবুল কাশেম আযাদ, উপজেলা খাদ্য কর্মকর্তা তৌহিদুর রহমান ও জেলা মার্কেটিং অফিসার এরশাদ হোসেন। বাগেরহাট : জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিন হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান মিন্টু, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস। মেহেরপুর :র্ যালিতে নেতৃত্ব জেলা প্রশাসক আতাউল গনি। উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম নির্বাহী ম্যাজিস্ট্রেট, মহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারার্ যালিতে অংশ নেয়। দেবিদ্বার (কুমিলস্না) : দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু তাহের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ। শেরপুর : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। সুনামগঞ্জ :র্ যালিতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বশির আহমদ সরকার প্রমুখ। বরিশাল :র্ যালিতে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র, ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম প্রমুখ।