শিক্ষার্থীর মৃতু্যর ঘটনায় ৩ শিক্ষককে বদলির সুপারিশ

প্রকাশ | ২৫ জুন ২০১৯, ০০:০০

কাউনিয়া (রংপুর) সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় স্কুলমাঠে জামগাছ থেকে পড়ে শিশু শিক্ষার্থীর মৃতু্যর ঘটনায় কুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোনাকী বালা ও দুইজন সহকারী শিক্ষককে শাস্তিমূলক বদলির সুপারিশ করেছে উপজেলা শিক্ষা অফিসার। তবে ওই শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা না নিয়ে শুধু বদলির সুপারিশ করায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার অধিকারী জানান, গত শনিবার দুপুরে কুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী স্কুলমাঠে জামগাছে উঠে জাম খাচ্ছিল। এসময় অসাবধনতা বসত ওই শিক্ষার্থী গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে দ্রম্নত হাসপাতালে না নেয়ায় সে ঘটনাস্থলেই মারা যায়। পরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. শরীফ আহমেদকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার স্কুলে জরুরি সভা ডেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঘটনার সময় উপস্থিত অন্য শিশু শিক্ষার্থী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণসহ উভয়ের বক্তব্য শুনে অভিযোগের সত্যতা পান। উপজেলা শিক্ষা অফিসার বলেন, তদন্ত প্রতিবেদনে প্রধান শিক্ষক জোনাকী বালা, সহকারী শিক্ষক মনোয়ারা বেগম ও রুহুল আমীনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার প্রমাণ মিলেছে। এদিকে স্থানীয় অভিভাবক বলেন, ওই শিক্ষার্থী গাছ থেকে পড়ে গিয়ে যখন কাতরাচ্ছিল। সে সময় প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা স্থানীয় লোকজনকে আহত শিক্ষার্থীর কাছে যেতে এবং উদ্ধারে বাধা প্রদান করেছিল। তারা বলেন, এমন ঘটনায় ওই শিক্ষকদের শুধু কি বদলিই যথেষ্ট?