চিতলমারীতে শিশু খালিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ২৫ জুন ২০১৯, ০০:০০

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে ৬ বছরের শিশুসন্তান খালিদের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে এলাকাবাসী। রোববার বিকালে বাগেরহাট-চিতলমারী সড়কের বাখেরগঞ্জ বাজারের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। এই কর্মসূচিতে এলাকার নারী-পুরুষ ও শিশুসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করে। এতে বক্তব্য রাখেন নিহত শিশু খালিদের পিতা চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু মহিলা কলেজের উপাধ্যক্ষ কাওছার আলী তালুকদার, মাতা বেবী নাজনীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর মোহাম্মাদ তালুকদার, আওয়ামী লীগ নেতা শেখ আলতাফ হোসেন, শামীম তালুকদার, শওকত আলী তালুকদার প্রমুখ। উলেস্নখ্য, গত ১৫ জুন শনিবার সন্ধ্যায় কলেজ শিক্ষক ও আওয়ামী লীগ নেতা কাওছার তালুকদারের ৬ বছরের শিশুপুত্র খালিদ তালুকদারকে তার বাড়ির পাশে চৌদ্দহাজারী ঈদগা মাঠ থেকে অপহরণের পর হত্যা করা হয়। ১৭ জুন সোমবার ওই এলাকার সবুর তালুকদারের মৎস্যঘের থেকে খালিদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাদশা তালুকদার, কামরুল শেখ এবং মেরি বেগমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে মামলাটির তদন্তের দায়িত্বে থাকা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. রেজাউল করিম বলেন, 'গ্রেপ্তারকৃত ৩ জনের রিমান্ড মঞ্জুর হলে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের শনাক্ত করা সহজ হবে। এছাড়া এজাহার নামীয় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।'