বরিশালে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ

প্রকাশ | ২৫ জুন ২০১৯, ০০:০০

বরিশাল অফিস
বরগুনা জেলা সদর হাসপাতালের ডা. মশিউর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চিকিৎসকরা। সোমবার বেলা ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের বান্দরোডে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) বরিশাল জেলা শাখা ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) বরিশাল জেলা শাখার সভাপতি ডা. মো. ইসতিয়াক হোসেন। প্রতিবাদ সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, বর্তমানে চিকিৎসকদের কোনো নিরাপত্তা নেই। অসুস্থ মানুষদের চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুললেও চিকিৎসকরা নানাভাবে হামলার শিকার হচ্ছেন। এ সময় ডা. মশিউর রহমানের ওপর হামলাকামীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা। বক্তব্য রাখেন- বিএমএ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. মনিরুজ্জামান, শেবাচিম হাসপাতালের আউটডোর ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সৈরভ সুতার, সাধারণ সম্পাদক নূরুন্নবি তুহিন, সাংগঠনিক সম্পাদক ডা. মোস্তফা কামাল, ডা. শিরিন সাবিহা তন্নি প্রমুখ। উলেস্নখ্য, গত ১৯ জুন রাতে বরগুনা জেলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আব্দুলস্নাহ (১৪) নামে এক রোগী বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এ সময় আব্দুলস্নাহর বমির পাশাপাশি রক্তচাপ কমে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তবে স্বজনরা আব্দুলস্নাহকে বরিশাল না নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে অবস্থান করলে রাত ১২টার দিকে তার মৃতু্য হয়। এনিয়ে রোগীর স্বজনরা হাসপাতালের চিকিৎসক ডা. মশিউর রহমানের ওপর হামলা চালিয়ে লাঞ্ছিত করে।