জমি দখলের চেষ্টা

প্রভাবশালী নওশেরের বিরুদ্ধে দরিদ্র সুফিয়া বেগমের মামলা

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ০০:০০

দাউদকান্দি (কুমিলস্না) সংবাদদাতা
দরিদ্র সুফিয়া বেগম তার শেষ সম্বল ১০ শতাংশ জমি রক্ষায় আদালতে মামলা দায়ের করেছেন প্রভাবশালী নওশের আলীর বিরুদ্ধে। কুমিলস্নার মেঘনা উপজেলার বড়কান্দা গ্রামের সুফিয়া বেগমেরছেলেরা পাড়া-মহলস্নায় আইসক্রীম বিক্রি করে সংসার চালান। অনাহারে-অর্ধাহারে দিন কাটে তাদের। স্থানীয় প্রভাবশালী নওশের আলী নানাভারে তার জমি দখলের দখলের পাঁয়তারা করছেন বলে অভিযোগ উঠেছে। স্বামী আলী হোসেন সূত্রে পাওয়া জমিটি কয়েক যুগ ধরে ভোগ দখলে রয়েছেন সুফিয়ার বেগম। নওশের আলী কিছুদিন যাবৎ সুফিয়া বেগমের নারায়নপুর মৌজাস্থিত এসএ ৩১১ নং খতিয়ান ভুক্ত ৭৯৮ নং দাগ, বিএস ৭৪৩ নং খতিয়ান ভূক্ত ১৩৯২ নং দাগ ও ২০১২-১৩ অর্থবছরের ১৬৯১ নং নামজারি নিয়মিত খাজনা পরিশোধ করা জমিটি দখলের চেষ্টা করছেন। উশৃঙ্খল যুবকদের দিয়ে তাকে মারধর,উচ্ছেদের হুমকি-ধমকি প্রদান করছেন। এমনকি জায়গাটি দখলের উদ্দেশ্যে কয়েকবার পাকা বাউন্ডারি ওয়াল নির্মানের চেষ্টা করেছেন। বর্তমানে তা অব্যাহত রেখেছেন। উলেস্নখ্য ওই একই দাগে ৩০ শতকের অন্দরে নওশের আলী গং সাড়ে ৭ শতক জমি রয়েছে। সুফিয়া বেগমের জমিটির একই দাগের বড়কান্দা স্টেশনের নিকটবর্তী বলে মূল্যবান নওশের আলী তা দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছেন। উপায়ান্তর না পেয়ে সুফিয়া বেগম গত ২০ মে কুমিলস্নার আদালতে ৯ জনকে বিবাদী করে একটি মামলা নং পিআর ৭৪২/১৯ দায়ের করেন।