ধর্ষণের মামলায় দুই যুবকের ফাঁসি

প্রকাশ | ২৭ জুন ২০১৯, ০০:০০

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে গণধর্ষণ মামলায় দুই আসামির ফাঁসির রায় প্রদান করেছেন বিজ্ঞ আদালত। বুধবার দুপুরে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের বিচারক (জেলা জজ) আ. সালাম খান এ দন্ডাদেশ প্রদান করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিরা হলো, শরীতপুরের জাজিরা উপজেলার মাহমুদ শিকদার কান্দি গ্রামের মৃত ওবায়দুল বেপারীর ছেলে সুজন বেপারী (২৮) ও একই গ্রামের রহমান বেপারীর ছেলে শামীম বেপারী (২৬)। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ এপ্রিল রাত ১১টার দিকে জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের মাহমুদ শিকদারকান্দি গ্রামের আক্কাস বেপারীর মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা শামীম ও সুজন পেছন থেকে ঝাঁপটে ধরে তাকে একটি বাঁশঝাড়ে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় ভিকটিমের মা রহিমা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে জাজিরা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে জাজিরা থানা পুলিশ শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালে চার্জশিট দাখিল করেন। ঘটনার সাথে মামলার ৩ নং আসামি মোবারক বেপারীর ছেলে সুমন বেপারীর (৩৭) সম্পৃক্ততা না পাওয়ায় আদালত তাকে খালাস দেয়। সাক্ষী-প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের অনুপস্থিতিতে বুধবার দুপুরে ১২টার সময় মামলার ১ ও ২নং আসামির ফাঁসির আদেশ দেন আদালত।