সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১২ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বাজেট ঘোষণা ধুনট (বগুড়া) সংবাদদাতা বগুড়ার ধুনট পৌরসভার ২০১৯-২০ অর্থবছরে ১০ কোটি ৭৬ লাখ ৩১ হাজার ৬৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্‌। পৌরসভার সচিব শাহীনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের আহবায়ক আশিকুর রশিদ হেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা জুয়েল, পৌর কাউন্সিলর জমিদার শাহজাহান আলী, রনজু মলিস্নক, বাবুল আকতার, আলী আজগর মান্নান প্রমুখ। প্রতীক বরাদ্দ রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার প্রাণকেন্দ্র চাকিরপশার ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১০ জুলাই বুধবার উপজেলা নির্বাচন অফিস থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চাষী আব্দুস ছালাম মাস্টার নৌকা, জাপা মানোনীত রতন আহম্মেদ লিটন লাঙ্গন এবং স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ আনারস, তার পুত্র আসাদুজ্জামান টিটু চশমা, এ্যাডভোকেট শফিকুল ইসলাম মোটরসাইকেল, জাকির হোসেন অটোরিক্‌্রা ও আল মিজান ইবনে মকবুল ঘোড়া বরাদ্দ দিয়েছেন। বিদ্যালয় পরিদর্শন বারহাট্টা (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার বারহাট্টা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শন করেছেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ। বুধবার বিকালে বারহাট্টা গোপালপুর এলাকায় উপস্থিত এ বিদ্যালয়টি তিনি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বদরুল আলম খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দ্বীপক সাহা সেন্টু, প্রধান শিক্ষক মো. আফজল হোসেন খান প্রমুখ। উপকরণ বিতরণ বামনা (বরগুনা) সংবাদদাতা বরগুনার বামনায় দরিদ্র ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে রঙিন ছাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিশু উন্নয়ন সংগঠন হাতেখড়ি ফাউন্ডেশন, মঠবাড়িয়া এর উদ্যোগে বৃহস্পতিবার ১২ নম্বর বামনা সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫০জন শিশু শিক্ষার্থীর মাঝে ছাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বামনা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. নাসির মোলস্না এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মালেক গাজীর সভাপতিত্বে বক্তব্য দেন, সহকারী শিক্ষিকা দুলালী রানী বেপারী, মোর্শেদা বেগম, আল সালমা পারভীন, আসমা বেগম, পারভীন সুলতানা, সাংবাদিক দেবদাস মজুমদার প্রমুখ। মানববন্ধন ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অব্যাহতভাবে ভাঙনে গ্রামবাসীদের রক্ষার জন্য বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি. কষ্টাপাড়া ও ভালকুটিয়া, বলরামপুর, তারাই, চর তারাই ও গারাবাড়িসহ বিভিন্ন গ্রাম ভাঙনের হাত থেকে রক্ষায় প্রশাসনকে দ্রম্নত কার্যকর উদ্যোগ নেয়ার জন্য আহ্বান জানান উপস্থিত বক্তরা। সুজন এর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম। চারা বিতরণ কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্দ্রা এলাকার ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বজলুর রহমান। এ সময় বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আইনুদ্দিন প্রমুখ। মাসিক সভা তিতাস (কুমিলস্না) সংবাদদাতা কুমিলস্নার তিতাসে চলতি মাসের উপজেলা পরিষদের সমন্বয় কমিটি ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইউটএনও মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানা শিলা, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মুহীব উলস্নাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ. মান্নান প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালা সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা সীতাকুন্ডে রেডিও সাগরগিরি ও রেডিও পদ্মার যৌথ উদ্যোগে শিশুর প্রতি সহিংসতা রোধে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইপসার মানব সম্পদ কার্যালয়ে সাংবাদিক, শিক্ষক, পুলিশসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামীর সভাপতিত্বে ও রেডিও সাগরগিরির প্রযোজক সঞ্জয় চৌধুরীর সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন সীতাকুন্ড মডেল থানার (ওসি) দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার শাহনাজ পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুচ্ছাপা। আলোচনা সভা কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা গাজীপুরের কালিয়াকৈরের রাখালিয়াচালা এলাকায় বুধবার বিকেলে দূর্নীতি চাদাঁবাজি এবং মাদক বিরোধী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর থানার পুলিরে পক্ষ থেকে মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার, মৌচাক ফাঁড়ির ওসি শহিদুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর আহাদ আলী প্রমুখ। সড়ক সংস্কার মেহেরপুর প্রতিনিধি মেহেরপুর পৌরসভার জনগুরুত্বপূর্ণ মেহেরপুর-কাথুলী সড়কের সংস্কারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশকার আলী, শহর আওয়ামী লীগের সেক্রেটারি আক্কাস আলী। মেহেরপুর বড় বাজার মোড় হতে কাথুলি সড়কের পৌরসীমানা পর্যন্ত সড়কটি তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় প্রায় ৩ কিলোমিটার সড়কটির সংস্কার কাজের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩৬ লাখ টাকা। কমিউনিটি পুলিশিং বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের বাজিতপুর থানায় বৃহস্পতিবার সকাল ১১টায় পৌরসভাসহ ১১টি ইউনিয়নের প্রায় ৭ শতাধিক কমিনিউটি পুলিশের সদস্যদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কমিনিউটি পুলিশের সদস্যরা এক বাক্যে বলেন, বাজিতপুর থেকে জঙ্গিবাদ ও মাদক নির্মূলে শপথ নিয়েছেন। এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া। সভায় বক্তব্য রাখেন বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, উপজেলা পরিষধ চেয়ারম্যান মো. ছারওয়ার আলম প্রমুখ। \হ মানববন্ধন কর্মসূচি স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল টাঙ্গাইল পৌর এলাকার বেড়াবুচনা বউবাজারের ফার্নিচার ব্যবসায়ী মহর আলী হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতীকী ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পার্কবাজারে এ কর্মসূচি পালন করে জেলা শাখা মৎস্য ব্যবসায়ী সমিতি। জেলার সাতটি বাজারের মাছ ব্যবসায়ীরা বিক্রি বন্ধ রেখে ঘণ্টাব্যাপী প্রতীকী ধর্মঘট পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির মো. নুরুল ইসলাম মাতব্বর প্রমুখ। মানববন্ধন ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা ফরিদগঞ্জে ষষ্ঠশ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ছেলামত উল্যাহকে প্রেফতারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুপুর ১টা উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন পালিত হয়। এতে ধর্ষণের শিকার শিশুর মাদ্রাসাসহ আশপাশের আরো ১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন। কুষ্টিয়ায় মানববন্ধন কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে কাঙাল হরিনাথ মজুমদারের মৃতু্যবার্ষিকী উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে গ্রামীন সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের জীবনী পাঠ্যপুস্তকে অন্তভুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপস্নবের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি জামিল হাসান খান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান বেলাল। , দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস প্রমুখ।