মানিকগঞ্জে যৌন নিপীড়নে শিক্ষক বরখাস্ত

প্রকাশ | ১২ জুলাই ২০১৯, ০০:০০

দৌলতপুর(মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের দৌলতপুরে ৬ষ্ট শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক শরিফুল ইসলাম সেন্টুকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে এক জরুরী সভায় তাকে বহিস্কার করা হয়। প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। যৌন নিপীড়নের ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে স্কুল ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। দৌলতপুর প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, যৌন হয়রানির অভিযোগে দৌলতপুর উপজেলা সহকারী শিক্ষক শরিফুল ইসলাম সেন্টু গ্রেপ্তার হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। স্কুলের বর্তমান সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন এতে সভাপতিত্ব করেন। সভায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। একই সাথে উপজেলা নিবার্হী কর্মকর্তা ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। রোববার এই কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। এদিকে যৌন নিপীড়নের মতো ন্যাক্কারজনক এই ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বৃস্পতিবার দুপুর ৩ টায় স্কুল ক্যাম্পাসে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাও মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে দাবির সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন।