খানাখন্দে ভরা রামগঞ্জের সড়ক

প্রকাশ | ৩১ জুলাই ২০১৮, ০০:০০

রামগঞ্জ (ল²ীপুর) সংবাদদাতা
ল²ীপুরের রামগঞ্জ পৌরসভার প্রধান সড়কসহ বেশিরভাগ সড়কে খানাখন্দের সৃষ্টি হয়ে মরণফঁাদে পরিণত হয়েছে। এতে জনদুভোর্গ চরমে পৌঁছেছে। সামান্য বৃষ্টিতেই সড়কগুলো কাদাপানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ বেহাল অবস্থা বছরের পর বছর ধরে চলে এলেও পৌর কতৃর্পক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। ফলে পৌরসভাব্যাপী জনসাধারণের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সরেজমিন দেখা যায়, রামগঞ্জ পৌরসভা পরিষদের সামনে বাইপাস সড়কে বড় বড় গতের্র কারণে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। সৃষ্ট ছোট-বড় গতের্ প্রতিনিয়তই দুঘর্টনা ঘটছে। বষার্ মৌসুমে একটু বৃষ্টি হলেই খানাখন্দ পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা জানান, সড়কটির দুপাশে ১০-১২টি প্রাইভেট হাসপাতাল রয়েছে। জরুরি প্রয়োজনে মুমূষুর্ রোগীদের স্থানান্তরে চরম সমস্যায় পড়তে হচ্ছে। পাশেই রয়েছে সরকারি হাসপাতাল সড়ক। এ সড়কের অবস্থা আরও নাজুক। রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীর্রাসহ সরকারি হাসপাতাল এবং উপজেলা পরিষদে সাধারণ জনগণের যাতায়াতের জন্য এ সড়কটিই ব্যবহার হয়ে থাকে। রামগঞ্জ উচ্চ বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হলেও বিদ্যালয়ের সামনের সড়কটি দিয়ে শিক্ষাথীর্রাসহ সাধারণ পথচারীদের হেঁটে যেতে রীতিমতো জামা-কাপড় নষ্ট হচ্ছে। রেজিস্ট্রি অফিস সড়কটির এমন বেহাল অবস্থা যে সামান্য বৃষ্টি হলেই লোকজনকে হঁাটু পযর্ন্ত প্যান্ট-কাপড় ওপরে উঠিয়ে চলতে হয়। স্থানীয় ব্যবসায়ী ফারুক, রহমত উল্যাহ বলেন, রামগঞ্জ কঁাচাবাজারের প্রধান সড়কটির এতই বেহাল অবস্থা যে সামান্য বৃষ্টিতেই হঁাটু পানি জমে যায়। ভারী বষের্ণ সড়কে কোমর পানি জমা হয়। যেন দেখার কেউ নেই। জনগণের পক্ষ থেকে সড়কগুলো মেরামতের জন্য বারবার মেয়রের কাছে আবেদন জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এ ব্যাপারে পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী জানান, ফান্ডের অভাবে কাজ করা যাচ্ছে না। আশা রাখেন, অচিরেই এ সমস্যার সমাধান হবে।