খাগড়াছড়িতে শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ | ৩১ জুলাই ২০১৮, ০০:০০

খাগড়াছড়ি প্রতিনিধি
পঞ্চম শ্রেণির ছাত্রী পুনাতি ত্রিপুরা কৃত্তিকাকে ধষের্ণর পর নিমর্মভাবে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, নয়মাল ত্রিপুরা এলাকাবাসী ও মারমা স্টুডেন্টস, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের ব্যানারে বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষাথীর্রা সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসে ও বিক্ষোভ করে। হাজারও বিক্ষুব্ধ মানুষের বিক্ষোভে শাপলা চত্বর থেকে আদালত সড়কে দীঘর্ যানজটের সৃষ্টি হয়। শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে অভিলম্বে ধষর্কদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং আগামী বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে কালো ব্যাজ ধারণ কমর্সূচি ঘোষণা করেন শিক্ষক নেতারা। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়। খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন জানান, স্কুল ছাত্রী পুনতি ত্রিপুরার হত্যাকারীদের চিহিৃত করে গ্রেফতারের সবার্ত্মক চেষ্টা চালাচ্ছে।