ডিমলায় ছিনতাইকৃত অটোবাইক উদ্ধার

প্রকাশ | ৩১ জুলাই ২০১৮, ০০:০০

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলায় ছিনতাইকৃত অটোবাইক উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ। রোববার গভীর রাতে খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামে থেকে অটোবাইক উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ২৫ জুলাই ছাতনাই বালাপাড়া গ্রামের হযরত আলীর ছেলে অটোবাইকচালক আশিক প্রতিদিনের ন্যায় ভাড়ায়চালিত অটোবাইকে বন্দর খড়িবাড়ী গ্রামের মোখলেছারের ছেলে শাজাহান মৃত মজিবরের ছেলে মশিয়ার রহমান ও মোখলেছার ডিমলা সদরের পাথরখুড়া গ্রামের নজরুল ইসলামকে নিয়ে রাত অনুমান ৯টার দিকে নাউতারা যাওয়ার পথে ডিমলা সদরের আবহাওয়া অফিসসংলগ্ন এলাকার ফঁাকা জায়গায় পেঁৗছালে ওই ব্যক্তিরা আশিকের হাত-পা রশি দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে অটোবাইকটি নিয়ে যায়। পরদিন সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভতির্ করায়। ডিমলা থানার সাব ইন্সপেক্টর শাহ্ সুলতান মোহম্মদ হুমায়ুন কবীর রোববার গভীর রাতে ছিনতাই হওয়া অটোবাইকটি খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামের ইউপি সদস্য মাজেদুর রহমান বুলুর বাড়ি থেকে উদ্ধার করে। এ ব্যাপারে অটোবাইকটির মালিক আতিকুল ইসলাম চারজনকে আসামি করে ডিমলা থানায় মামলা দায়ের করেন।