বিভিন্ন স্থানে বৃক্ষ মেলার উদ্বোধন

প্রকাশ | ৩১ জুলাই ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলে পুষ্টি দেবে নতুন মাত্রা’Ñ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার দেশের বিভিন্ন স্থানে বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর: সাঘাটা (গাইবান্ধা) : গাইবান্ধার ফুলছড়িতে ৪ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলস্টয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান। কলারোয়া (সাতক্ষীরা) : উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : উপজেলা নিবার্হী কমর্কতার্ তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। শ্রীবরদী (শেরপুর) : উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরীতে ইউএনও সেঁজুতি ধরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল। গাংনী (মেহেরপুর) : বৃক্ষ মেলার উদ্বোধন করেন মকবুল হোসেন এমপি। ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জ (নেত্রকোনা) : মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আখম শফিকুল হক। ইউএনও মো. মেহেদী মাহমুদ আকন্দের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চরভদ্রাসন(ফরিদপুর) : উপজেলা নিবার্হী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক কাতির্ক চন্দ্র চক্রবতীর্। চাটমোহর (পাবনা) : মেলার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি।