কুকুরের কামড়ে দুই শিক্ষাথীর্সহ আহত ৮

প্রকাশ | ৩১ জুলাই ২০১৮, ০০:০০

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে আশঙ্কাজনকভাবে কুকুরের উপদ্রব বাড়ছে। শহরের বিভিন্ন স্থানে সোমবার ভোর ৬টা থেকে সাড়ে ৯টা পযর্ন্ত কুকুরের কামড়ে দুই শিক্ষাথীর্সহ কমপক্ষে আটজন আহত হয়েছেন। আহতদের আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভতির্ করা হয়েছে। আহতরা হলেনÑশহরের শাহীপাড়ার নুর জামালের সন্তান, জাবির হোসেনের দত্তক পুত্র হাম্বু, মাহাবুলের পুত্র রিপন ইসলাম, ইটাখোলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের শাহাদুল ইসলামের পুত্র হামিদুল, শান্তিনগরপাড়ার আলতাফ হোসেনের মেয়ে নাফিছা তাসলিম মিম, শান্তি নগরের বাসিন্দা মুকুন্দ রায়ের পুত্র হরিপদ রায়, বাবুপাড়ার গৃহিণী অলিউদ্দিনের স্ত্রী আছিয়া ও ছেলে মনির হেসেনকে কুকুর কামড় দেয়। সানিটা সিরামিকস্রে কনর্ধার সাওন আক্ষেপ করে বলেন, ‘ভাইরে রাস্তায় হাটাচলা মুশকিল হয়ে পড়েছে কুকুরের অত্যাচারে।’ শিক্ষাথীর্ সায়িমা ফারজানা পিয়ন্তি জানান, ‘হাতে লাঠি নিয়ে স্কুলে যেতে হয় আমাদের।’