শেরপুর পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশ | ৩১ জুলাই ২০১৮, ০০:০০

শেরপুর (বগুড়া) সংবাদদাতা
বগুড়া শেরপুর পৌরসভার ২০১৮-১৯ অথর্বছরে প্রায় ২৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় পৌরসভা সভাকক্ষে আয়োজিত বাজেট অধিবেশনে পৌরসভার মেয়র আলহাজ মো. আব্দুস সাত্তার ২৫ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকার এ বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে পৌরসভার নানামুখি উন্নয়নসহ নাগরিক সেবার মান বাড়ানোর জন্য বিশেষ পরিকল্পনা রাখা হয়েছে। তবে বাজেটে নতুন করে কোনো কর বৃদ্ধি করা হয়নি। বাজেটে নিজস্ব খাত ও সরকারি অনুদান থেকে রাজস্ব আয় হিসেবে ৫ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরি ২ কোটি ৫০ লাখ, মিউনিসিপ্যাল গভানের্স প্রকল্প (এমজিএসপি) থেকে ১০ কোটি ৫২ লাখ টাকা, পানি সরবরাহ, ড্রেনেজ ও বজর্ ব্যবস্থাপনা থেকে ২ কোটি, জলবায়ু পরিবতর্ন ট্রাস্ট ফান্ড থেকে ৫ কোটি টাকা আয় ধরা হয়েছে। অপরদিকে ওইসব নানামুখি উন্নয়ন কমর্সূচির জন্য উক্ত পরিমাণ টাকা বাজেটে ব্যয় ধরা হয়েছে।