আনোয়ারায় গরু চোরের উপদ্রব বৃদ্ধি

প্রকাশ | ১৬ জুলাই ২০১৯, ০০:০০

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
কোরবানির ঈদকে সামনে রেখে গরু চোরের উপদ্রব বৃদ্ধিতে আতঙ্কে দিন কাটছে চট্টগ্রামের আনোয়ারায় খামারিদের। জানা গেছে, গত দুই দিনে এই উপজেলায় ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বৃহষ্পতিবার রাতে সংঘবদ্ধ একটি চোরের দল আনোয়ারা সদর ইউনিয়নের বোয়ালগাঁও গ্রামের খামারি মিটু মিত্রের বাড়ির গোয়াল ঘরে হানা দিয়ে আড়াই লাখ টাকা মূল্যের ২টি গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়। পরের দিন শুক্রবার রাতে অপর একটি সংঘবদ্ধ চোরের দল উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামের মো. ছবুরের দুই লাখ টাকা মূল্যের একটি ষাঁড় চুরি করে নিয়ে যায়। এদিকে স্থানীয়রা জানান, গত কয়েক মাসে উপজেলার বরুমচড়া, বারখাইন, শোলকাটা, রায়পুর,  জুঁইদন্ডিসহ বেশ কয়েকটি গ্রামে গরু চুরির ঘটনা বেড়েছে। এতে করে স্থানীয় খামারিদের মধ্যে গরু চোর আতংক বিরাজ করছে। এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, গরু চুরির ব্যাপারে এখনো কেউ পুলিশের কাছে অভিযোগ করেননি। তবে উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রধান প্রধান সড়কগুলোতে রাতের বেলা পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। তিনি জানান, গত এক সপ্তাহে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় গ্রামীণ সড়কগুলোতে যোগাযোগ রক্ষা করতে সমস্যা হচ্ছে।