কেন্দুয়ার ফিশারি মালিকের মাথায় হাত!

প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ০০:০০

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার কেন্দুয়ার মাহফুজুর রহমান রতন আকন্দ নামে এক ফিশারি মালিকের প্রায় ১৫ লাখ টাকার কৈমাছ মঙ্গলবার সকালে মরে ভেসে উঠে। চার মাস পূর্বে ফিশারিটিতে রেনু পোনা ছেড়ে কৈমাছ চাষ শুরু করেছিলেন বলে ফিশারির মালিক জানান। ঘটনাটি ঘটেছে রোয়াইলবাড়ী ইউনিয়নের হরিপুর গ্রামের রহিমপুর পাড়ার আকন্দ বাড়ির ফিশারিতে। ফিশারির মালিক মাহফুজুর রহমান জানান, '৫০ শতক ভূমির পুকুরটিতে কৈমাছের রেনু পোনা ছেড়ে ফিশারিটি গড়ে তুলেছিলাম। এতে ১০-১২ লাখ টাকা ব্যয় হয়েছে। আর এক সপ্তাহ পরই মাছগুলো বিক্রি করে ১৫-১৬ লাখ টাকা পাওয়া যেত।' ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান ও অন্যরা।