বরিশাল বোর্ড

এবারেও পাসের হারে এগিয়ে মেয়েরা

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ০০:০০

বরিশাল অফিস
বরিশাল শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার এবারেও বেড়েছে। যার ফলে গেল বছরের তুলনায় দশমিক ১০ ভাগ বেড়ে পাসের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ৬৫ তে। আবার গত বছরের মতো গড় পাসের হারে এবং জিপিএ-৫ বেলায় এবারও ছেলেদের থেকে মেয়ে পরীক্ষার্থীরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাসের হার ৭৫ দশমিক ৪৮ ও ছেলেদের পাসের হার ৬৫ দশমিক ৯৫। ফলে গত বছরের থেকে এ বছর যেখানে মেয়েদের পাসের হার বেড়েছে ৯ দশমিক ৫৩। এদিকে গত বছরের মতো এ বছরেও মেয়েরা ছেলেদের থেকে জিপিএ-৫ বেশি পেয়েছে। মেয়েরা মোট ৭৩৫টি জিপিএ-৫ পেয়েছে, আর ছেলেরা মোট জিপিএ-৫ পেয়েছে ৪৬৬টি, ফলে ছেলেদের থেকে মেয়েদের মোট ২৬৯ টি জিপিএ-৫ বেশি। তবে গত বছরের থেকে ছেলে ও মেয়ে উভয় ক্ষেত্রেই জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। গত বছর মোট জিপিএ-৫ ছিল ৬৭০টি। যারমধ্যে ছেলেদের ৩শ এবং মেয়েদের ৩৭০টি ছিল। এছাড়াও বিষয়ভিত্তিতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায়ও এগিয়ে রয়েছে মেয়েরা। ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের ফলাফলেও মেয়েরা জিপিএ-৫ ও পাসের হারে বরিশাল বোর্ডে এগিয়ে ছিল। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে বুধবার ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলের তথ্যানুযায়ী এবারে ৩৩০টি কলেজের থেকে ৬৩ হাজার ৫৩৮ পরীক্ষার্থী ১১৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহ করে। আর জেলাভিত্তিক পাসের হারে বরিশাল জেলা ৭৪ দশমিক ১৭ ভাগ পাস করে প্রথম অবস্থানে রয়েছে। অপরদিকে গোটা বিভাগের মধ্যে বরিশাল জেলায় ৩টি, পটুয়াখালীতে ১টি ও পিরোজপুর জেলায় ১টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। তবে কোনো বিদ্যালয় থেকে কেউ পাস করেনি এমন ঘটনা এবারে নেই বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম।