চাঁদপুরে শীর্ষে রয়েছে কচুয়া

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ০০:০০

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলায় এবার এইচএসসির ফলাফল সন্তোষজনক হয়েছে। এবার চাঁদপুর জেলার বিভিন্ন কলেজ থেকে মোট ২৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কুমিলস্না শিক্ষাবোর্ডের এইচএসসির ফলাফলে চাঁদপুর জেলার শীর্ষে রয়েছে কচুয়ার ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬২ জন। এ কলেজে বিজ্ঞান বিভাগ থেকে ৭৯ জন, মানবিকে ৭০ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ ছাড়া চাঁদপুর সরকারি কলেজে ১৫ জন, চাঁদপুর সরকারি মহিলা কলেজে ৩৪ জন, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজে ২ জন, আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে ২১ জন, চান্দ্রা ইমাম আলী হাইস্কুল অ্যান্ড কলেজে ২ জন, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে ২৬ জন, দেশগাঁও কলেজে ১ জন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ৩ জন, হাজীগঞ্জ মডেল কলেজে ২৪ জন, পালাখাল রুস্তম আলী কলেজে ৪ জন, নুরুল আজাদ কলেজে ১ জন, কচুয়া বন্ধুবন্ধু সরকারি ডিগ্রি কলেজে ৭ জন, শেখ মুজিবুর রহমান কলেজে ৩ জন, আশেক আলী খান হাইস্কুল অ্যান্ড কলেজে ১৫ জন, সুজাতপুর কলেজে ৩ জন, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজে ১ জন, সূচিপাড়া কলেজে ১ জন, করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজে ২ জন, মেহের কলেজে ৫ জন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে ৪ জন। ঘোষিত ফলাফলে দেখা যায়, চাঁদপুর সরকারি কলেজে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। এর মধ্যে বিজ্ঞাগ বিভাগে ৯ জন, ব্যবসায় শিক্ষায় ৫ জন এবং মানবিক বিভাগে ১ জন। চাঁদপুর সরকারি মহিলা কলেজে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। এর মধ্যে বিজ্ঞাগ বিভাগে ২৪ জন, ব্যবসায় শিক্ষায় ৫ জন এবং মানবিক বিভাগে ৫ জন। বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ পেয়েছে ২ জন। এরা দু'জনই ব্যবসায় শিক্ষা বিভাগের। আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ পেয়েছে ২১ জন। এর মধ্যে বিজ্ঞাগ বিভাগে ১৬ জন, ব্যবসায় শিক্ষায় ৩ জন এবং মানবিক বিভাগে ২ জন।