পাউবোর জায়গা দখল করে অবৈধ স্থাপনা

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ০০:০০

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
খুলনার ডুমুরিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে এক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সীমান্তবর্তী বটিয়াঘাটার কৈয়া বাজারস্থ জেলের মোড় নামক স্থানে এই স্থাপনা নির্মাণ করা হয়েছে। এই ব্যাপারে পাউবো কর্তৃপক্ষ হরিনটানা থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত এজাহার দাখিল করেছেন। জানা যায়, খুলনা শহরের ইউসুফ আলী নামে এক পস্নট ব্যবসায়ী প্রভাব খাটিয়ে পাউবোর রোপিত ৫/৬টি নারকেল গাছ কেটে সেখানে ৮/১০টি স্থায়ী পাকা দোকানঘর নির্মাণ করেন। এ ক্ষেত্রে পাউবো কর্তৃপক্ষ বাঁধা দিলেও তা উপেক্ষা করেন তিনি। বিষয়টি স্বীকার করে পাউবোর জায়গা দখলকারী উক্ত ইউসুফের শ্যালক রেজাউল সিকদার বলেন, 'পানি উন্নয়ন বোর্ডের জায়গার পাশে আমরা অনেক জমি কিনেছি। আমাদের শিয়রে ওই জমি থাকায় আমরা দখল করেছি। আমরা দখল না করলে অন্য কেউ দখল করত।' গাছ কাটার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, 'ঘর নির্মাণের স্বার্থেই সেখানকার গাছগুলো কাটা হয়েছে।' এদিকে খুলনার পওর শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. তরিকুল ইসলাম বলেন, '১ জুলাই অবৈধ দখলদার ইউসুফ আলী, তার সহযোগী রেজাউল সিকদার ও কাশেম আলীর বিরুদ্ধে হরিনটানা থানায় এফআইআর দাখিল করেছি। কিন্তু ১৫ দিন হয়ে গেলেও পুলিশ অজানা কারণে মামলাটি রুজু করতে গড়িমসি করছেন।' এ প্রসঙ্গে জানতে চাইলে হরিনটানা থানার ওসি আশরাফুল বলেন, 'ইউএনও স্যার সরেজমিনে আসবেন। তারপর হয় মামলা হবে, না হয় দখলদাররা জমি ছেড়ে দেবেন।'