শিবপুরে দারিদ্র্য নিরসন সেমিনার

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ০০:০০

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা
শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান বলেছেন, দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজে গ্রাম গঞ্জের দারিদ্র্য মানুষের উন্নয়নের লক্ষে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। যার মধ্যে বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, উপ বৃত্তি, মাতৃত্বভাতা ইত্যাদি উলেস্নখযোগ্য। যা যুগোপযোগী পদক্ষেপ। মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে শিবপুরে দারিদ্র্য নিরসন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন সহজিকরণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নরসিংদী জেলা সমাজসেবা উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম।