ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্যবিমা প্রদান

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ০০:০০

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে শস্যবিমার টাকা প্রদান অনুষ্ঠানে অতিথিরা -যাযাদি
খারাপ আবহাওয়ার কারণে ফসলের ক্ষতি হওয়ায় উত্তরবঙ্গের দিনাজপুরের বীরগঞ্জে এই প্রথম ১৫০ জন ক্ষতিগ্রস্ত কৃষককে শস্য বিমা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে তাদের শস্যবিমা প্রদান করা হয়। অনুষ্ঠানে জানানো হয় অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অধিক তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা, আর্দ্রতাসহ আবহাওয়া সম্পর্কিত ঝুঁকির জন্য এই শস্যবিমা প্রদান করা হলো। আবহাওয়া অধিদপ্তরের সার্বিক পরামর্শে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) ও গ্রিন ডেল্টা ইন্সু্যরেন্সের অর্থায়নে এবং সিনজেন্টা ফাউন্ডেশন ফর সাইটাইনেবল এগ্রিকালচার ও ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সহযোগিতায় এই শস্যবিমা প্রদান করা হয়। এ বিষয়ে জানতে চাইলে উপজেলার সৈয়দপুর কল্যাণী গ্রামের কৃষক আকসেদ আলী জানান, এক বিঘা জমিতে বোরো আবাদ করেন তিনি। এবং এই জমির ওপর তিনি শস্যবিমা করেন। ঘন কুয়াশার কারণে ধানে পোকা ধরে তার ফসলের ব্যাপক ক্ষতি হয়। ৫০ মণ ধানের স্থলে ধান পান মাত্র ১৫ মন। এতে লোকসানের মুখে পড়েন এই কৃষক। শস্যবিমা থেকে সেই লোকসানের টাকা পেলেন তিনি। এই কৃষক জানান, ফসল আবাদ করতে গিয়ে যতই প্রাকৃতিক দুর্যোগ আসুক আর কোনো চিন্তা নাই তার। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম। + এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবেদ সোয়েব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, গ্রিন ডেলটা ইন্সু্যরেন্সের আলী তারেক পারভেজ প্রমুখ।