দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত সরকার :বাণিজ্যমন্ত্রী

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

কাউনিয়া (রংপুর) সংবাদদাতা
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বন্যা ও দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। বন্যার্তদের পাশে সরকার সব সময় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী নিয়ে প্রস্তুত রয়েছে। বন্যায় ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সরকারের সহযোগিতা অব্যাহত রয়েছে। ভাঙন রোধে তিস্তায় চিরস্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শনিবার দুপুরে রংপুরের কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের বন্যা দুর্গত এলাকায় বন্যার্তদের ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বন্যা-পরবর্তী সময়ে দুর্গত মানুষের মধ্যে কোনো ধরনের অসুখ-বিসুখ যাতে ছড়িয়ে না পড়ে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের নির্দেশ দেন। তিনি আরও বলেন, তিস্তা পারের মানুষ খুবই সাহসী। কারণ পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরে ফিরে চাষাবাদে ঝুঁকে পড়ছেন। যাদের ঘরে খাবার নেই তাদের ঘরে খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হবে আমাদের। রংপুর বিভাগে যাতে বন্যা না হয় সেজন্য তিস্তা নদী খনন করে চিরস্থায়ী বাঁধ নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। খুব শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। টেপামধুপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ইউএনও মোছা: উলফৎ আরা বেগম, পৌর মেয়র হাকিবুর রহমান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহ শাহজাদা পিন্টু, কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. আবু হানিফ পাভেল, বাণিজ্যমন্ত্রীর এপিএস (রাজনৈতিক) কামরুজ্জামান তুহিন চৌধুরী প্রমুখ।