জেলের জালে ৪৭ কেজি ওজনের বাঘাইর

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালীগঞ্জে ৪৭ কেজি ওজনের বাঘাইর মাছ -যাযাদি
শীতলক্ষ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো ৪৭ কেজি ওজনের বাঘাইর মাছ। গাজীপুরের কালীগঞ্জ অংশের শীতলক্ষ্যা নদীতে বাঘাইরটি ধরা পড়ে। পরে সেই বাঘাইর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে মাছের মেলায় বিক্রির জন্য আনা হয়। বিক্রেতা উপজেলা নাগরী ইউনিয়নের ধনুন গ্রামের ইকবাল মাহমুদ বাঘাইর মাছটির দাম হাকান ৭০ হাজার টাকা। এক ক্রেতা ৩০ হাজার টাকায় দর কষা-কষি করেন। বেশি দাম পাওয়ার আশায় দিন শেষে ২ হাজার টাকা কমে সেই বাঘাইরটি ২৮ হাজার টাকায় বিক্রি করেন ইকবাল। তবে মাছের মেলার প্রতিযোগিতায় শনিবার ইকবালই প্রথম পুরস্কার হিসাবে ২১ ইঞ্চি এলইডি কালার টেলিভিশন পেয়ে যান।