আমতলী ইউপি নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

আমতলী (বরগুনা) সংবাদদাতা
বরগুনার আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা। দীর্ঘ ৮ বছর পর আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। আগামী ২৫ জুলাই নির্বাচনের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনিত জাহিদুল ইসলাম মিঠু মৃধা নৌকা, সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঘোড়া, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ফরিক আনারস, আবুল বাশার নয়ন টিউবওয়েল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ভোটার সংখ্যা ১৯৩৮১, পুরুষ ৯৪৪৬, মহিলা ৯৮৩৫। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কয়েক দফায় হামলা হয়েছে। হামলায় বর্তমান চেয়ারম্যান এর আপন সহদরসহ ১২ জন আহত হয়েছে। নির্বাচনকে ঘিরে সাধারন ভোটারদের মাঝে আতংক বিরাজ করলেও প্রশাসন বলছেন নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে। স্থানীয় আওয়ামী লীগ ইতিমধ্যে আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধাকে দলথেকে বহিস্কার করেছেন। জনমত জরিপে দেখা যায় বর্তমান চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা দীর্ঘ ৮ বছর যাবৎ চেয়ারম্যান থাকা অবস্থায় ইউনিয়নে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি গ্রাম আদালত দক্ষতা অর্জন করায় বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া ২০১১ সালে বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিদু্যৎসাহী হিসেবে নির্বাচিত হন। সে হিসেবে তার সুনাম থাকায় তিনি ভোটারদের মাঝে নিজস্ব একটি অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছেন। নৌকা মার্কার প্রার্থী হিসেবে মো. জাহিদু ইসলাম মিঠু মৃধা একদমই নতুন মুখ। নৌকার ঘাটি হিসেবে পরিচিত আমতলী সদর ইউনিয়ন। সে হিসাবে মিঠু মৃধাও জয়ের ব্যাপারে আশাবাদী। অপর দিকে উপজেলা বিএনপি'র সভাপতি সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন ফকির নিরবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। দুই জনই আওয়ামী লীগের প্রার্থী থাকায় আওয়ামী লীগের ভোট বিভক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় সেও জয়ের ব্যাপারে আসাবাদী। সব দিক থেকে এখন ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।