কাশিয়ানীতে সংঘর্ষে আহত ২০, গ্রেপ্তার ৭

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নে দুই গ্রামবাসীদের মধ্যে আড়াই ঘন্টা সংর্ঘষের ঘটনা ঘটেছে। শনিবার দুই পক্ষের আড়াই ঘন্টাব্যাপী সংঘর্ষ, হামলা পাল্টা হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. হাসমত আলী শিকদারকে হোগলাকান্দি গ্রামের লোকজন লাঞ্চিত করে। তার প্রতিবাদে শনিবার আড়পাড়া গ্রামের মো. হাসমত শিকদারের নেতৃত্বে আড়পাড়া গ্রামের লোকজন কুমার নদীর উত্তর পাড়ে (দুই পাড়ে) এবং সাকুু ও রফিকের নেতৃত্বে নদীর দক্ষিণ পাড়ে হোগলাকান্দি গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান বলেন, দাঙ্গাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে পুলিশ ৭ জনকে গ্রেপ্তার কার হয়েছে।