মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে :বাবু

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ আক্তারুজ্জামান বাবু বলেছেন, দেশের বৈদেশিক মুদ্রা অর্জন, আত্ম-কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ জন্য বর্তমান শেখ হাসিনা সরকার মৎস্য খাতকে অধিক গুরুত্ব দিয়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে দেশে মাছের উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, একসময় দেশে ইলিশ ছিল দুঃষ্প্রাপ্য। সাধারণ মানুষ ভুলতে বসেছিল ইলিশের স্বাদ। সরকার সময়মত সঠিক পদক্ষেপ গ্রহণ করায় বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন শীর্ষে। ইলিশের ন্যায় মাছ উৎপাদনেও বাংলাদেশ ৪র্থ তম অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্যর্ যালি শেষে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন, লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. লতিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি (তদন্ত) রহমত আলী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল, শরিফুল ইসলাম রুবেল প্রমুখ। , বৈজ্ঞানিক কর্মকর্তা মোলস্না এনএস মামুন সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, জেলা যুবলীগ নেতা শামীম আহসান, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুলস্নাহ ও চিংড়ি চাষি এমএম আজিজুল হাকিম।