চাঁদখালীতে কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে কয়লা

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছার চাঁদখালীতে অবাধে গড়ে উঠেছে কাঁঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা। ফলে হুমকির মুখে পড়েছে এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য। কারখানার কালো ধোয়ায় একদিকে বিঘ্নিত হচ্ছে সড়কে যাতায়াত, অপর দিকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। এ ধরনের পরিবেশ বিধ্বংসী কয়লা কারখানা বন্ধের দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী। প্রাপ্ত সূত্র মতে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী-কয়রা সড়কের চাঁদখালী বাজার থেকে কয়রা অভিমুখে সড়কের পশ্চিমপাশে গড়ে উঠেছে একাধিক কাঁঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা। একসময় অত্র এলাকায় অসংখ্য কারখানা গড়ে ওঠে এবং গড়ে ওঠা এসব কারখানায় পোড়ানো হতো বেশিরভাগ সুন্দরবনের কাঠ। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসন অভিযান চালিয়ে কারখানা মালিকদের বিপুল পরিমাণ টাকা জরিমানা ও কারখানার চুলা ধ্বংস করে দিলে অনেকটাই বন্ধ হয়ে যায় কয়লা তৈরির কারখানাগুলো। দীর্ঘদিন প্রশাসনের তদারকি না থাকায় আবারও কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানাগুলো সচল হয়েছে। তবে এবার কারখানাগুলোতে বেশিরভাগ পোড়ানো হচ্ছে দেশীয় প্রজাতির কাঠ। এক একটা কারখানায় পোড়ানো হচ্ছে শত শত মন জ্বালানি কাঠ। ফলে একদিকে এলাকার গাছ-পালা উজাড় হয়ে যাচ্ছে, যার কারণে এলাকার প্রাকৃতিক পরিবেশ চরম হুমকির মুখে পড়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না জানান, এ ধরনের কারখানা এলাকায় রয়েছে এটা আমার জানা নেই। যদি কোন কারখানা গড়ে উঠে থাকে সেসব কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।