বিদু্যৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃতু্য

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলায় বিদু্যৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকসহ দুইজন নিহত হয়েছে। শনিবার পৃথক সময়ে হবিগঞ্জ সদর উপজেলার আনোয়ারপুর ও মাধবপুর উপজেলার আফজালপুরে এই ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কালা মিয়ার ছেলে নির্মাণ শ্রমিক আব্দুন নূর (২৫) ও মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের আপন মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৫)। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাধবপুরের আফজালপুর গ্রামের একটি বিয়ে বাড়িতে ডেকোরেশনের কাজ করছিলেন সোহাগ। এ সময় অসাবধানতাবশত বিদু্যতের তারের সাথে জড়িয়ে গেলে তার মৃতু্য হয়। পরে মাধবপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। একইদিন সকাল ১১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার আনোয়ারপুর এলাকার নির্মাণাধীন একটি ভবনের চার তলায় কাজ করছিলেন আব্দুন নূর। এ সময় অসাবধানতাবশত বিদু্যতের তারের সাথে জড়িয়ে গেলে তিনি স্পৃষ্ট হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ও মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান পৃথক দুই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।