সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
টাকা বিতরণ ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের ৪ হাজার ১৪১ জন আখচাষির মাঝে সরকারের দেয়া ভর্তুকির ৫১ লাখ ৫৫ হাজার ৫১১ টাকা আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। এসব টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আখচাষিদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। শনিবার দুপুরে মোবারকগঞ্জ সুগার মিল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। মোচিকের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, আখচাষি কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু। বর্ধিত সভা মোলস্নাহাট (বাগেরহাট) সংবাদদাতা মোলস্নাহাটে ৭টি ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি দ্রম্নত সময়ের মধ্যে গঠনের লক্ষ্যে উপজেলা আ'লীগের এক বর্ধিত সভা হয়েছে। উপজেলা আ'লীগ সভাপতি কালিপদ বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানার সঞ্চালনায় এ সভা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আ'লীগ সহ-সভাপতি অ্যাড. ফরিদ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জেলা আ'লীগ কৃষি বিষয়ক সম্পাদক অ্যাড. মোহাম্মাদ আলী, অব. যুগ্ম-সচিব ও আ'লীগ নেতা এস, এম, আল আমিন, উপজেলা আ'লীগ সহ-সভাপতি মো. মশিউর রহমান মিয়া, ইউসুফ আলী খান ও মো. ফারুক হোসেন মোলস্না। ফায়ার সার্ভিস উদ্বোধন গাংনী (মেহেরপুর) সংবাদদাতা মেহেরপুরের বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর ২ গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ সূচনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত গাংনী উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, গাংনী থানার (ওসি) তদন্ত সাজেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম জুয়েল, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুষ্টিয়ার সহকারী পরিচালক রফিকুল ইসলাম। বিশাল পথসভা রামগতি (লক্ষ্ণীপুর) সংবাদদাতা লক্ষ্ণীপুরের রামগতিতে সারাদেশে চলমান ব্যাধি জঙ্গিবাদ, খুন, সন্ত্রাস, ধর্ষণ, মাদক ও ইভ টিজিংসহ সকল অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে সচেতনতামূলক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর আলেকজান্ডার বাজার রহমানিয়া মসজিদের সামনে প্রধান সড়কে রামগতি গণ উন্নয়ন গ্রন্থাগারের আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এ সচেতনতামূলক পথসভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মামুনুর রশীদ, আলেকজান্ডার সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, জনতা ব্যাংক ব্যবস্থাপক মো. আবদুল্যাহ। বিতর্ক প্রতিযোগিতা দাউদকান্দি (কুমিলস্না) সংবাদদাতা কুমিলস্নার মেঘনা কান্দারগাঁও স্কুল অ্যান্ড কলেজ ও সততা সংঘের উদ্যোগে শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে দুর্নীতি বিরোধী রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কান্দারগাঁও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও মেঘনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান রতন শিকদার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য অত্র প্রতিষ্ঠানের সভাপতি ফারাহ দীবা দীপ্তি। ফুটবল টুর্নামেন্ট নড়াইল প্রতিনিধি 'ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, ক্রীড়াই জাতির মনোবল'। মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে শহরের দুর্গাপুর মহিলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ব্যবসায়ী আলহাজ মো. ওয়াহিদুজ্জামান ওহিদ। উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল গণপূর্ত বিভাগের এসডি ইঞ্জিনিয়ার খায়রুজ্জামান সবুজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিনের নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক আল আমিন, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার খশবুল আলম পলাশ প্রমুখ। নড়াইলের গণপূর্ত বিভাগের সার্বিক ব্যবস্থাপনা ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে মাসব্যাপী ৮ দলীয় এই ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। জাল জব্দ গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে ৬টি দোকানে অভিযান চালিয়ে ২৪ কেজি ৯ গ্রাম কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জান্নাত-এ-হুরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জান্নাত-এ-হুর জানান, উলেস্নখিত শ্যামগঞ্জ বাজারে স্থানীয় জাল ব্যবসায়ী কালাম, শফিক, জজ মিয়া, রহুল আমিন, নুরুল আমিন ও হাবিবুর রহমানের দোকানে অভিযান চালিয়ে ৭৯ পিস কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের ওজন ২৪ কেজি ৯০০ গ্রাম ও দৈর্ঘ্য ১৮০০ হাত। এই অভিযানের সঙ্গে ছিলেন গৌরীপুর থানার এসআই জামাল হোসেনসহ সঙ্গীয় পুলিশ ও উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। দোয়া মাহফিল সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার চারিবাইদা বাজারে এলাকাবাসীর আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা জুব্বার চৌধুরীর সভাপতিত্বে টাঙ্গাইল জেলা বিসিআইসি সার ডিলার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ইউসুফ আলী ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান, অধ্যাপক নজরুল ইসলাম, কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস শাওন, স্থানীয় সমাজসেবক আবুল কাশেম, সবুজ আহম্মেদ, আফছার উদ্দিন, হেকমত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সাধারণ সভা শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় বনলতা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দের (যুগান্তর) সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকের (ভোরের দর্পণ) পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ (ডেইলী স্টার), আলমগীর হোসেন (আলোকিত প্রতিদিন), কাজী আক্তার হোসেন (ভোরের ডাক), মাহবুবুর রহমান আকন্দ (বাংলাদেশ প্রতিদিন), শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ (ভোরের কাগজ), শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি তাজুল ইসলাম সানি (বাংলাদেশ সমাচার)। এমপিকে সংবর্ধনা দাকোপ (খুলনা) সংবাদদাতা খুলনার দাকোপ প্রেসক্লাবের আয়োজনে খুলনা-বাগেরহাট সংরক্ষিত মহিলা ৩০ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গেস্নারিয়া ঝর্ণা সরকারকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি শচিন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম রেজার পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য অ্যাডভোকেট গেস্নারিয়া ঝর্ণা সরকার। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোজাম্মেল হক নিজামী, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম চৌধুরী। বৃক্ষমেলা উদ্বোধন ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের ফুলবাড়ীতে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিলটন। শুক্রবার বিকাল ৫টায় উপজেলা চত্বরে উপজেলা কৃসি সম্প্রসার অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মেলা উদ্বোধন করা হয়। ফলদ বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে মেলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আবদুস সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিলটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ। কৃষক প্রশিক্ষণ বারহাট্টা (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনা বারহাট্টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০১৮-২০১৯ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্যকরণ প্রকল্পের আওতায় কৃষি আবহওয়া তথ্য বিস্তার বিষয়ক কৃষক প্রশিক্ষণ দিনব্যাপী উপজেলা হলরুমে শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মুহাইমিনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা মামনু, বানিন রায়সহ উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন কৃষক ও ৬০ জন কৃষানি অংশগ্রহণ করেন।