বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কাজল রেখা

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী কাজল রেখার বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসনে। উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি অধ্যাপক আত্‌হার হোসেন ও স্থানীয়রা জানান, উপজেলার নারায়নপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আব্দুল আলিমের সঙ্গে একই উপজেলার পুরান বামনকোলা গ্রামের জয়নাল মোলস্নার স্কুল পড়ুয়া মেয়ে কাজল রেখার বাল্যবিয়ের প্রস্তুতিকালে শনিবার মানবাধিকার কর্মিরা ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধের চেষ্টা করেন। তখন ভুয়া জন্মসনদ দেখিয়ে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা চালে ঘটনাটি ইউএনও মো. তমাল হোসেনকে অবহিত করলে। \হতিনি তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খানকে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পাঠিয়ে বাল্যবিয়ের কবল থেকে স্কুলছাত্রী কাজল রেখাকে রক্ষা করেন।