কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের যাত্রা শুরু

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

কক্সবাজার প্রতিনিধি
চিকিৎসা সেবায় আরও একধাপ এগিয়ে গেল কক্সবাজার জেলা সদর হাসপাতাল। উন্নত চিকিৎসায় অত্যাধুনিক সিস্টেমসহ পূর্বের জরুরি বিভাগকে আরও উন্নতমানের তথা বিশ্বমানের করা হয়েছে। শনিবার দুপুরে সংস্কারকৃত জরুরি বিভাগ উদ্বোধন করেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। সঙ্গে ছিলেন দাতা সংস্থা আন্তর্জাতিক রেডক্রস (আইসিআরসি)-এর জেনারট পেট্রিকনেট। এ সময় আরও উপস্থিত ছিলেন- হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, সহকারী পরিচালক ডা. রফিকুস সালেহীন, সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. শাহা আলম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী, নবনিযুক্ত আরএমও (প্রশাসন) ডা. নোবেল কুমার বড়ুয়া, আবাসিক ফিজিশিয়ান মোহাম্মদ শাহজাহান, আবাসিক সার্জন (আরএস) ডা. টুটুল তালুকদার প্রমুখ। এর আগে তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে জেলা সদর হাসপাতালের বিএন পাল কনফারেন্স হলে সংক্ষিপ্ত সভা হয়। সভার প্রধান অতিথি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইমুম সরওয়ার কমল এমপি চিকিৎসাসেবার মান বাড়াতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান। তিনি নতুনভাবে যাত্রা করা জরুরি বিভাগের যাবতীয় নিয়ম-শৃঙ্খলা রক্ষায় সর্বমহলের সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে কর্তব্যরত চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব পালনে আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানান।